উবার অফিসের ঠিকানা - উবার ব্যবহারের নিয়ম

উবার অফিসের ঠিকানা - উবার ব্যবহারের নিয়ম

পোস্ট সূচীপত্রঃ উবার অফিসের ঠিকানা - উবার ব্যবহারের নিয়ম

ভূমিকা

এই আর্টিকেলে উবার অফিসের ঠিকানা, উবার ব্যবহারের নিয়ম,উবার গাড়ি ভাড়া,উবার রেজিস্ট্রেশন বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আপনি যদি প্রতিটা পয়েন্ট বিস্তারিত ভাবে জানতে চান তাহলে অবশ্যই আর্টিকেলটি খুব মনোযোগ সহকারে পড়ুন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে আপনি অনায়াসে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

উবার অফিসের ঠিকানা

আপনারা যারা উবার ব্যবহার করেন তাদের অনেক সময় বিভিন্ন কারণে উবার অফিসের ঠিকানা প্রয়োজন হয়। তখন আপনারা চিন্তায় পড়ে যান যে এখন উবার অফিসের ঠিকানা কোথায় পাবো তাই আজ আপনার টেনশন কমাতে উবার অফিসের ঠিকানা আমি আপনাদের সাথে সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করব।
অনেক সময় উবার ব্যবহারের সময় যাত্রীরা বিভিন্ন সমস্যায় পরে তখন ওপার অফিসের ঠিকানা প্রয়োজন হয়। তাছাড়াও যদি উবার ব্যবহারকারী যাত্রীরা কোন সমস্যা মনে করে, তাহলে উবার অ্যাপের মাধ্যমে তাদের উবার সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে পারবে । নিচে আমি আপনাদের সাথে সকল উবার অফিসের ঠিকানা নিম্নে প্রদান করা হলো। যেন উবার ব্যবহারকারী যে কোন মানুষ যে কোন সমস্যায় তাদের অফিসে যোগাযোগ করতে পারে।

  • (১) উত্তরা = (শুক্রবার বন্ধ) = (৩৬ সোনারগাঁও জনপথ রোড) = (খাল পাড়, উত্তরা ১২) = (ন্যাশনাল ব্যাংকের ভবন, ২য় তলা) = (উত্তরা, ঢাকা – 1230)।
  • (২) মিরপুর = (শুক্রবার এবং রবিবার বন্ধ) = ( সারদার টেলিকম মিরপুর শপিং কমপ্লেক্স) = (দোকান নং ১৮ - ১৯ , পঞ্চম তলা) = (মিরপুর - ২ ঢাকা -১২১)।
  • (৩) বনানী = ( শুক্রবার এবং রবিবার বন্ধ) = (আমরা যত্ন কেন্দ্র ও দোকান নং # ৩৫) = (দ্বিতীয় তলা, বনানী সুপার মার্কেট) = (বনানী, ঢাকা - ১২১৩)।
  • (৪) ধানমন্ডি = (শুক্রবার বন্ধ) = (রবি সেবা, এ এম এম কনভেনশন সেন্টার) = (৫৬/এ, রোড: ৩/এ গ্রাউন্ড ফ্লোর) = (ধানমন্ডি, ঢাকা - ১২০৯)।
  • (৫) পল্টন = (শুক্রবার বন্ধ) = ( রবি শিবা,র‍্যাংগস টাওয়ার) = (নিচতলা (আজাদ পণ্যের বিপরীতে) = (৬৮ পুরানা পল্টন, ঢাকা-১০০০)।
  • (৬) গুলশান = (শুক্রবার বন্ধ) = (রবি শেবা উদায় টাওয়ার) = (৫৭ এবং ৫৭/এ, উদয় টাওয়ার = নিচতলা) = (গুলশান এভিনিউ, গুলশান -১) = (ঢাকা-১২১২)।
  • (৭) যমুনা ফিউচার পার্ক = (বুধবার বন্ধ) = (রবি লাউঞ্জ ৪B-০৪৩ এবং ৪C-০৩৪) = (লেভেল -৪, যমুনা ফিউচার পার্ক) = (ঢাকা-১২২৯)।

  • {1} Uttara = {Friday Closed}
  • {36, Shonargaon Janapath Road}
  • {Khal Paar, Uttara 12}
  • {National Bank's Building, 2nd floor}
  • {Uttara, Dhaka – 1230}.

  • {2} Mirpur = {Friday, Sunday Closed}
  • {Sharder Telecom Mirpur Shopping Complex}
  • {Shop No. 18-19, 5th Floor}
  • {Mirpur- 2, Dhaka – 1216}

  • {3} Banani = {Friday, Sunday Closed}
  • {WE Care Centre, Shop#35}
  • {2nd Floor, Banani Super Market}
  • {Banani, Dhaka – 1213}

  • {4} Dhanmondi = {Friday Closed}
  • {Robi Sheba, AMM Convention Centre}
  • {56/A, Road: 3/A Ground Floor}
  • {Dhanmondi, Dhaka – 1209}
 
  • {5} Paltan = {Friday Closed}
  • {Robi Sheba, Rangs Tower,}
  • {Ground Floor (opposite to Azad Products}
  • {68 Purana Paltan, Dhaka-1000}

  • {6} Gulshan = {Friday Closed)
  • Robi Sheba, Udoy Tower}
  • {57 & 57/A, Uday Tower - Ground floor}
  • {Gulshan Avenue, Gulshan-1}
  • {Dhaka-1212}

  • {7} Jamuna Future Park = {Wednesday Closed}
  • {Robi Lounge 4B-043 & 4C-034}
  • {Level-4, Jamuna Future Park}
  • {Dhaka 1229}

উবার একটি এমন প্রতিষ্ঠান যেটি আপনারা ঢাকা শহরের মধ্যে যেকোনো সময় যেকোনো জায়গায় খুব সহজে পৌঁছে দিতে সাহায্য করে। যেকোনো যাত্রী উবারের সাহায্যে তাদের গন্তব্যস্থলে সহজে পৌঁছাতে পারে। ঢাকায় এমন মানুষ রয়েছে যাদের নিজস্ব গাড়ি না থাকার কারণে অনেক অসুবিধা ফিল করে এবং অনেকক্ষণ ট্রাফিক জ্যামের সম্মুখীন হয়ে থাকেন। অনেক সময় আপনাদের অনেক ইমারজেন্সি কাজের জন্য বের হতে হয় নিজস্ব গাড়ি না থাকাই সেখানে পৌঁছাতে দেরি হয়ে যায় সে ক্ষেত্রে আপনারা খুব সহজে উবারের সহযোগিতায় সে গন্তব্যস্থলে সহজে পৌঁছাতে পারেন।

উবার গাড়ি ভাড়া

ঢাকায় বসবাসকারী মানুষ এখন যে কোন জায়গায় যেতে চাইলে উবারের সাহায্য নিয়ে থাকে।আবার অনেকের উবার সম্পর্কে কোন ধারণাই থাকে না, আবার ধারণা থাকলেও মনে করে যে উবারে যাতায়াতের জন্য ভাড়া কেমন হবে সকল বিষয় নিয়ে অনেক চিন্তায় পড়ে যায়। তাই আজ আমি আপনাদের উবারের ভাড়া কেমন হয়ে থাকে সে বিষয়ে জানাবো।
উবারে যেতে হলে আপনার গন্তব্য স্থান কতদূর এবং কত কিলোমিটার তার ওপর আপনার ভাড়া নির্ধারণ করে। উবারে ওঠার পর দেখবেন সকল উবার ড্রাইভার তার মোবাইলে একটি অ্যাপ চালু করে এবং সেই অ্যাপের মাধ্যমে টাকা নির্ধারণ হয় মিটারে। আপনি যতদূর যাবেন তত টাকা বেশি, তাছাড়া উবারে চড়ার পর যদি আপনি জ্যামে আটকে যান তাহলে আপনাকে এক্সট্রা টাকা প্লে করতে হবে। টোলের যে খরচ থাকে তা যাত্রীর কাছ থেকে গন্তব্য স্থানে পৌঁছানোর পর ড্রাইভার চেয়ে নেই।

উবার ব্যবহারের নিয়ম

যদি আপনি ঠিক মত ওভার অ্যাপটি রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে। আপনি আপনার মোবাইল দিয়ে উবার অ্যাপ ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর আপনাকে উবার ব্যবহারের নিয়ম সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে, যদি আপনি ভালোভাবে জানতে না পারেন তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না। তাই আপনারা ঢাকার মধ্যে কিভাবে এই উবার অ্যাপ ব্যবহার করতে পারেন, সেই সম্পর্কেই আজ আমি আপনাদের সুন্দরভাবে শেয়ার করব।

  • প্রথমে আপনি আপনার মোবাইলে উবার অ্যাপ এর মধ্যে প্রবেশ করুন, প্রবেশ করার পর দেখবেন Ride এবং Intercity নামক দুইটা অপশন সেখানে দেখতে পাবেন।
  • এরপর আপনাকে Ride নামক এই অপশন ওপর ক্লিক করতে হবে।
  • তারপর আপনি দেখতে পাবেন দুইটি ফাঁকা বক্স তার মধ্যে আপনাকে আপনার লোকেশন সিলেট করে দিতে হবে।
  • তারপর প্রথম বক্সের মধ্যে আপনি যেখান থেকে যেতে চান সেই জায়গা টি সিলেট করে দিতে হবে।
  • আর দ্বিতীয় বক্সের মধ্যে আপনি যেখানে যেতে চান সে জায়গাটি সিলেট করে দিতে হবে।
  • এরপর যখন আপনি এই দুইটি বক্স পূরণ করে দিবেন তখন আপনাকে সেখানে বিভিন্ন রকমের গাড়ি বা যানবাহন দেখানো হবে। যেমন, মোটরসাইকেল, ট্যাক্সি, সিএনজি ইত্যাদি।
  • তারপর আপনি আসলে কোনটার মাধ্যমে আপনার গন্তব্য স্থলে পৌঁছাতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে।
  • আর এ সকল কাজ হয়ে গেলে আপনি নিচে আরো দেখতে পাবেন যে এ সকল মাধ্যম দ্বারা যেতে হলে আপনাকে কত টাকা খরচ করতে হবে সেটিও এই অ্যাপের মধ্যে দেখিয়ে দিবে।
  • এরপর আপনি আপনার নির্দিষ্ট যানবাহনের ওপর ক্লিক করুন। এরপর আপনাকে দেখাবে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিন।
  • এগুলো পূরণ করা হয়ে গেলে আপনি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন যে আপনার গাড়ি টিও দূরে আছে এবং আসতে কতখানি সময় লাগতে পারে সবই দেখতে পাবেন।
  • তাছাড়াও যে ড্রাইভার গাড়ি চালাবে সেই দায়ভারের মোবাইল নাম্বার ও দেওয়া থাকবে যদি আপনার মনে হয় ড্রাইভার এর সঙ্গে সরাসরি কথা বলবেন তাহলে কল দিয়ে সরাসরি ডাইভারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

উবার রেজিস্ট্রেশন

অনেক মানুষ ঢাকা শহরে নতুন হয়ে থাকে, এর ফলে তারা অনেক চিন্তায় পড়ে যায়। যে কিভাবে কি করতে হয় ।আপনারা যদি উবারের জন্য রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনিরা খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনি যেখানে থাকেন তার আশেপাশে দেখবেন যে উবারের কোন অফিস আপনার কাছে হচ্ছে। সেখানে গিয়ে আপনি তাদের সঙ্গে কথাবার্তা বললে আপনাদের তারা বিনামূল্যে রেজিস্ট্রেশন করে দিবে।
আর সে জন্যই আজ এই আর্টিকেলটির মাধ্যমে আমি আপনাদের উবারের সকল অফিসের ঠিকানাও সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাই আপনারা উবার সম্পর্কে যেকোনো তথ্য পেতে চাইলে আমার এই আর্টিকেলটি অনেক মনোযোগ সহকারে পড়বেন তাহলে আপনার হয়তো অনেক উপকার হবে।আবার অনেক মানুষ আছে যে তারা ঘরে বসে থেকে উবার রেজিস্ট্রেশন করতে চায়। আর কিভাবে উবারে রেজিস্ট্রেশন করা যায়, সেই নিয়ম আজ আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব।

  • সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে উবার অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
  • এরপর আপনি যে উবার অ্যাপটি ডাউনলোড করলেন সেই অ্যাপটির মধ্যে প্রবেশ করুন বা অ্যাপটি ওপেন করুন।
  • আপনি অ্যাপটি ওপেন করার পর দেখতে পাবেন “Get Started” এর ওপরে চাপ দিন অথবা ক্লিক করুন।
  • এরপর আপনি যে মাধ্যম দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নিন।
  • যেমন আপনি চাইলে আপনার মোবাইল নাম্বার দিয়ে Next বাটনে ক্লিক করতে পারেন।
  • এরপর আপনার মোবাইলে ৪ টি সংখ্যার ভেরিফিকেশন কোড যাবে, এরপর ৪ টি সংখ্যা দিয়ে ভেরিফিকেশন করুন।
  • তারপর আপনার যে কোন একটি ইমেইল এড্রেস দিয়ে দিন।
  • তারপর নিচের দিকে দেখবেন Next একটি অপশন রয়েছে সেখানে ক্লিক করুন এবং আপনার নাম সঠিকভাবে দিন।
  • তারপর আপনি যদি চান তাহলে পেমেন্ট মেথড যুক্ত করে নিতে পারেন।
  • যখন আপনি উপরের সঠিক নিয়ম মেনে পদ্ধতি গুলো সঠিকভাবে করতে পারবেন। তাহলে আপনি উবারের একটি সঠিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

শেষ কথা

এই ওয়েবসাইটের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, এই ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।উবার অফিসের ঠিকানা উবার ব্যবহারের নিয়ম এরকম আরো অনেক নতুন নতুন আর্টিকেল দেখতে চাইলে এই ওয়েবসাইটের সাথে থাকুন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ওয়েবসাইটের আর্টিকেল পড়ার সুযোগ করে দিন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url